কয়েকদিন পরার পর বা দুই একবার ধোয়ার পরই কাপড়ের উপর অনেক সময় গুটি দেখা যায়। সাধারণত উলের কাপড় এবং হুডি, টি-শার্ট বা ট্রাউজার এরকম ফেব্রিকের পোশাকেই গুটি পড়ে থাকে। অনেকে এটাকে “তুলা উঠে যাওয়া” বা “ভুয়া উঠে যাওয়া” বলে। নতুন পোশাকে এমন গুটি উঠে ভর্তি হয়ে যাওয়া খুবই অস্বস্তিকর ব্যাপার।
কাপড় থেকে গুটি উঠানোর চমতকার কিছু উপায় আছে, সেগুলো হল:
১. শেভিং রেজার : সবচেয়ে সহজ ও কার্যকরী পদ্ধতি এটি। টান টান করে কাপড় রাখুন, গুটিগুলো শেভ করে নামিয়ে ফেলুন।
২. কাঁচি : বড় বড় গুটি দূর করতে বেশ সহায়ক। অনেকসময় সুতাও বের হয়ে আসে। গুটিগুলো ধরে ধরে কেটে ফেলুন। সাবধানে কাটতে হবে নয়তো কাপড়টিই হয়তো কাটা পড়বে!
৩. ভেলক্রো স্ট্রিপ :এটি অপরিচিত শোনা গেলেও একদম আমরা সবাই চিনি। জুতা বা ব্যাগ লাগাতে গেলে একটা কাপড়ের উপর আরেকটি কাপড় চাপ দিলে লেগে যায়, আবার টান দিয়ে খোলার সময় ‘চেপ’ শব্দে খুলে যায় ঐ কাপড়টিকেই বলে ভেলক্রো। ভেলক্রো স্ট্রিপে ঘষে সহজেই গুটি তুলে ফেলা যায়। উলের পোশাকে ব্যবহার করা নিরাপদ নয়।
৪. শিরিষকাগজ : এটিও কার্যকরী কাপড়ের গুটি দূর করতে।
এছাড়াও নির্দিষ্ট কিছু প্রোডাক্ট আছে যা কাপড়ের গুটি দূর করার জন্যই তৈরি করা হয়েছে। যেমন,
১. সোয়েটার কম্ব
২. ইলেক্ট্রিক সোয়েটার শেভার
৩. সোয়েটার স্টোন
জেনে নিই কি করলে কাপড়ে গুটি গুটি হবে না:
১. কাপড় দেখে কিনুন। গুটি ওঠে না এমন ভাল ফেব্রিকের কাপড় কিনুন।
২. উলের কাপড় কেনার সময় শক্ত বুননের উলের কাপড় কিনুন।
৩. কাপড় ধোয়ার সময় উল্টো করে নিয়ে ধুতে হবে।
৪. সফিসটিকেটেড কাপড় ধুতে লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করুন।
৫. ইলেক্ট্রিক ড্রায়ারে কাপড় না শুকিয়ে রোদে শুকান।